Friday, July 5, 2024
Homeজামালপুরঅগ্রণী ব্যাংক পিএলসি. আঞ্চলিক কার্যালয়, জামালপুর এর অয়োজনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত

অগ্রণী ব্যাংক পিএলসি. আঞ্চলিক কার্যালয়, জামালপুর এর অয়োজনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত

নিজস্ব সংবাদদাতা : অগ্রণী ব্যাংক পিএলসি. আঞ্চলিক কার্যালয়, জামালপুর এর আয়োজনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি-২০২৪ উপলক্ষ্যে একটি আলোচনা সভা গতকাল মঙ্গলবার ২ জুলাই অগ্রণী ব্যাংক পিএলসি. জামালপুর শাখায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি. আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জামালপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবিএম মাসুদুর রহমান ও সাইফ মনজুর এবং স্টেশন রোড শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং ব্যবস্থাপক শাহাদৎ হোসেন খান। উক্ত আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোঃ বোরহান উদ্দিন। উক্ত অলোচনা সভায় কৃষক এবং নি¤œ আয়ের প্রান্তিক ব্যাক্তি (১০, ২০, ৫০, ১০০ টাকার হিসাবধারী যেমনঃ দিন মজুর, দূর্যোগ ক্ষতিগ্রস্থ মানুষ, সামাজিক নিরাপত্তা বৈষ্টনীর সুবিধাভোগী নি¤œ মুজুরী উপার্জনকারী, ছাত্র, কুটির এবং ক্ষুদ্র উদ্যোক্তা/ক্ষুদ্র ব্যবসায়ী/খুচরা বিক্রেতা, মহিলা (ব্যক্তি ও উদ্যোক্তা), অভিবাসী শ্রমিক এবং অগ্রণী ব্যাংক পিএলসি. জামালপুর অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ উপস্থিত ছিলেন। ১৯৭২ সলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন অগ্রণী ব্যাংক। সেই থেকেই দেশের প্রন্তিক মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী গন। এরই ধারবাহিকতায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংকিং ও আর্থিক বিষয়ে সহজ সমাধানের লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত উন্মুক্ত আলোচনা সভায় জামালপুর শাখার কর্মকর্তা মোঃ রেজাউল করিম আজাদসহ উপস্থিত নারী উদ্যেক্তা, সম্মানিত গ্রাহকবৃন্দ, শিক্ষার্থী এবং ব্যবসায়ীগণ আর্থিক বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যাক্ত করেন এবং আর্থিক স্বাক্ষরতা বিষয়ে বিভিন্ন তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। সভাপতি মহোদয় আর্থিক স্বাক্ষরতার বিষয়ে বিভিন্ন বিষয়ের সাথে বর্তমান সময়ে সংঘঠিত ডিজিটাল ফাইনান্সিয়াল ক্রাইমের বিষয়ে উপস্থিত সকলকে আরো সচেতন হওয়ার আহব্বান জনান।

Most Popular

Recent Comments