Wednesday, June 26, 2024
Homeশেরপুরওয়াকার-উজ-জামান সেনাপ্রধান হওয়ায় শেরপুরে আনন্দ মিছিল

ওয়াকার-উজ-জামান সেনাপ্রধান হওয়ায় শেরপুরে আনন্দ মিছিল

শেরপুর সংবাদদাতা : বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে শেরপুরের কৃতী সন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়োগ দেওয়ায় শেরপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল, আতশবাজি ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার ১১ জুন বিকেলে শেরপুর পৌরসভার আয়োজনে শহরের বটতলায় পৌর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কার্যালয়ের সামনে এসে শেষ করা হয়। মিছিলের নেতৃত্বে দেন তৃতীয় দফায় নির্বাচিত পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ সময় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। মিছিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনিযুক্ত সেনাপ্রধানের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান এবং সন্ধ্যায় আতশবাজির প্রজ¦লন করা হয়।

Most Popular

Recent Comments