Wednesday, July 3, 2024
Homeবিনোদনছাগলকাণ্ডের মধ্যে কে নাটক-গান নিয়ে থাকবে : মাহতিম শাকিব

ছাগলকাণ্ডের মধ্যে কে নাটক-গান নিয়ে থাকবে : মাহতিম শাকিব

এবার কোরবানির ঈদে হাফ ডজন সিনেমার পাশাপাশি মুক্তি পেয়েছে বহু নাটক। প্রতি বছরের ঈদ উৎসবে নাটক নিয়ে বাড়তি আগ্রহ দেখা গেলেও এবার সেই আগ্রহে অনেকটাই ভাটা দেখা গেছে। ঈদের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ইউটিউব টপ ট্রেন্ডিংয়ে নেই কোনো নাটকের গান।

শুধু তাই নয়, নেটমাধ্যমের বাইরেও আলোচনায় আসতে পারেনি তারকাশিল্পীদের গাওয়া কোনো গান।

নাটক-গানের অসফলতার পেছনে বিভিন্ন শিল্পীরা সম্প্রতি গণমাধ্যমে নিজেদের একান্ত মন্তব্য প্রকাশ করেছেন। শিল্পীদের কেউ কেউ আশা করছেন, একদিন নাটকের গানে জোয়ার ফিরবে। আবার কেউ বলছেন, নাটকে নির্মাতারা গানের চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দেন।

এদিকে নাটক-গানের অসফলতার পেছনে বিনোদন জগতের বাইরে দেশে বিরাজমান সমসাময়িক ঘটনাকে দুষলেন বর্তমান সময়ের কণ্ঠশিল্পী ।তার কথায়, ‘এবার ইন্ডাস্ট্রিটা বিভিন্ন দিক দিয়ে ভুক্তভোগী হচ্ছে। যেমন, ক্রিকেট বিশ্বকাপ, ইউরো কাপ, কোপা আমেরিকা যেমন আছে; আছে নানা রাজনৈতিক ইস্যুও। ছাগলকাণ্ডের মধ্যে কে নাটক-গান নিয়ে থাকবে বলেন। ওখানেই তো চখ আটকে ছিল সবার। তবে ভালো গানের চেষ্টা আমরা করে গেছি। এখন হয়তো আলোচনায় আসেনি। আমার বিশ্বাস, গানগুলো দুই বছর পর হলেও শ্রোতাদের কাছে পৌঁছাবে।’

উল্লেখ্য, এবার কোরবানির ঈদে মুক্তি পাওয়া নাটকে ‘ভিতরে বাহিরে’ নাটকের গান ‘থুইলাম অন্তরে’তে পর্দা ভাগ করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনি। সাতদিনে কণ্ঠশিল্পী মাহতিম শাকিবের গাওয়া এই গানটি দেখা হয়েছে মাত্র ১ লক্ষবার।

Most Popular

Recent Comments