Saturday, June 29, 2024
Homeজামালপুরজামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকীপাড়ার টুংরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার গোয়ালের চর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২) রোববার সকালে ইজিবাইক চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যান।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুলের সুরতহাল করে।
কিন্তু এলাবাসী তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকও তার মৃত্যু নিশ্চিত করেন।

Most Popular

Recent Comments