Saturday, June 29, 2024
Homeজামালপুরজামালপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাদা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে জামালপুরে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগ্রাম, উন্নয়ন, অর্জন ও দুরদর্শীক পথচলার পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
গত রোববার ২৩ জুন সকালে শহরের বকুলতলারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নেতৃত্বে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জামালপুর পৌরসভা, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ও পৌর কৃষক লীগ, জেলা ও পৌর শ্রমিক লীগ, জেলা যুবলীগ, জেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও পৌর মৎস্যজীবী লীগ, জেলা তাঁতি লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, জেলা ও পৌর যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগ ও শেখ হাসিনা মেডিকেল কলেজ ছাত্রলীগসহ আওয়ামী লীগের, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ প্রমুখ।

Most Popular

Recent Comments