Saturday, June 29, 2024
Homeজামালপুরজামালপুরে আন্ত:কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরনী...

জামালপুরে আন্ত:কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে আন্ত:কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে জামালপুর জিলা স্কুল মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সরকারী আশেক মাহমুদ কলেজ। আন্ত:কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক শাকের আহম্মদ চৌধুরী’র সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যাপক অধ্যক্ষ হারুন অর রশিদ,কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খেলনা রানী দেব প্রমুখ।
এসময় অধ্যক্ষ হারুন অর রশিদ তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মাদক ছেড়ে ক্রীড়া মনোনিবেশ করতে হবে। দক্ষ তরুণ ক্রীড়াবিদ’রা দেশের সুনাম বয়ে আনছে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে সব ধবনের সুযোগ সুবিধা প্রদান করেছে। তিনি আরো বলেন একজন শিক্ষার্থী নিয়মিত খেলা ধুলা করলে শরীর ও মন সুস্থ্য থাকার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। আন্ত: কলেজ প্রতিযোগিতায় জেলার প্রায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী’রা অংশ নেন । পরে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সনদ তুলে দেন অতিথি’রা।

Most Popular

Recent Comments