Saturday, June 29, 2024
Homeজামালপুরজামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এম.এফ.এ মাকাম : জামালপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রিড়া পরিদপ্তরের সহযোগিতায় জামালপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে। এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে নিজেদের দেহমন গঠন করে দেশের সু নাগরিক হিসাবে মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান। উদ্বোধনী খেলায় ইসলামপুর সরকারি কলেজ ০৩-০১ গোলে মির্জা আজম ডিগ্রি কলেজকে পরাজিত করে।

Most Popular

Recent Comments