Saturday, June 29, 2024
Homeজামালপুরজেসমিন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জেসমিন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইসলামপুর সংবাদদাতা ; জামালপুরের মেলান্দহ উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপ সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি), শিক্ষক, ধর্মীয় নেতা, কোম্পানির প্রতিনিধি, উৎপাদক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ২০ জুন মেলান্দহ উপজেলার শ্যামপুর ও দূরমুঠ ইউনিয়ন এবং ২৫ জুন কুলিয়া এবং মাহমুদপুর ইউনিয়নে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্র“ভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুরমুঠ, কুলিয়া, মাহমুদপুর ও শ্যামপুরসহ ৪টি ইউনিয়নের ২ হাজার ৮ শত উপকারভোগীর সমন্বয়ে গঠিত ১১২ টি কৃষক দল গঠনের মাধ্যমে পাঁচ বছর মেয়াদী জেসমিন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, দূরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, শ্যামপুর ইউপি চেয়ারম্যান এস এম সায়েদুর রহমান, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর বিজন কুমার দেবসহ ধর্মীয় নেতা, স্বাস্থ্য সহকারী, উপ সহকারী কৃষি কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। অবহিতকরণ সভায়, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের কর্মকর্তাগণ প্রকল্পের কার্যক্রম যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, পারিবারিক পুষ্টি ও নারী-পুরুষের সমতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Most Popular

Recent Comments