Saturday, June 29, 2024
Homeশেরপুরঝিনাইগাতীতে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭৫তম জন্মবার্ষিকী...

ঝিনাইগাতীতে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭৫তম জন্মবার্ষিকী পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল রোববার বেলা ১২টার সময় ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বঙ্গবন্ধুর প্্রতিকৃতিত্বে পুস্প মাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শেরপুর তিন আসনের সংসদ সদস্য এ,ডি,এম শহিদুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন। দিনটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন , বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্প মাল্য প্রদান, কেক কাটা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বাহির হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে আলোচনা সভা শুরু হয়। মোফাজ্বল হোসেন চাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ,ডি,এম শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তুফা, আশরাফুল ইসলাম পলাশ, শফিকুল ইসলাম, মোজাম্মেল হক, আবুল কালাম আজাদ, শাহা আলম, মিজানুর রহমান মিলন প্রমুখ। কর্মসূচিতে উপজেলা আওয়ামীলীগ সহ ইউনিয়ন, ওয়ার্ড আওযামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকমীরা যোগদান করেন। এ সময় এমপি এ,ডি,এম শহিদুল ইসলাম বলেন দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রত্যেক নেতাকর্মীকে সোনার বাংলা নির্মাণে শপথ নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন নিয়ে কথা বলতে হবে। দলের ভাবমূর্তি রক্ষার জন্যে সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করার আহব্বান রাখেন।

Most Popular

Recent Comments