Tuesday, July 2, 2024
Homeশেরপুরঝিনাইগাতীতে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু

ঝিনাইগাতীতে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল শনিবার উপজেলার সামনে ঝিনাইগাতী কৃষি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মেলার প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান রুকন, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ। মেলার সভাপতি ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি ও পতিত জমিতে প্রশিক্ষণ নিয়ে সকল কৃষি পণ্যের আবাদে কৃষকদের এগিয়ে আসতে হবে। সরকারের সর্বজনীন পেনশন স্কিমে সকলকে আসার আহব্বান রাখেন এই কর্মকর্তা। মেলায় বিভিন্ন প্রকারের কৃষিপণ্য ও নার্সারিতে হরেক রকমের গাছের চারা নিয়ে ১৫টি স্টল স্থান পেয়েছে। আগামী সোমবার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার সমাপ্তি হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

Most Popular

Recent Comments