Monday, July 8, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে প্রবল বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত॥ বিভিন্ন সড়কে ভাঙ্গন যোগাযোগ ব্যাহত

দেওয়ানগঞ্জে প্রবল বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত॥ বিভিন্ন সড়কে ভাঙ্গন যোগাযোগ ব্যাহত

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ২ দিনের প্রবল বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি উপজেলার বিভিন্ন পাকা-কাঁচা সড়কের অংশ বিশেষ ধ্বসে যাওয়ায় যান ও জন চলাচল ব্যাহত হচ্ছে। দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ-তারাটিয়া-সানন্দবাড়ী প্রধান সড়কের বিভিন্ন স্থানের অংশ বিশেষ ধ্বসে গেছে। এতে যোগাযোগ ব্যাহত হচ্ছে। দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদার পাড়া বাজার সংলগ্ন প্রধান সড়কের অর্ধেকের বেশি প্রবল বর্ষণে ধ্বসে গেছে একাধিক স্থানে। এতে বাস-ট্রাক সহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সিএনজি, ব্যাটারী চালিত অটোরিক্সা, মটর সাইকেল সহ ছোট যানবাহন কোনো রকম চলাচল করছে। সানন্দবাড়ী হতে জামালপুর-ঢাকাগামী বাস ট্রাক দেওয়ানগঞ্জ পথে আসতে সরদার পাড়া ভাঙ্গনে পারাপার না হতে পেরে পিছনে ফিরে তারাটিয়া হয়ে বকশীগঞ্জ উপজেলা দিয়ে জেলা সদর বা ঢাকা চট্টগ্রাম মুখে চলাচল করছে। গত ২ দিনের প্রবল বর্ষণ, উত্তরের ভারতের গারো পাহাড় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নদী পাড় ও নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। পোল্ল্যাকান্দি ব্রীজ, গুলুঘাট ব্রীজ, দিল্লিবাড়ী ঘাট, মধুর বাড়ী ব্রীজ সহ বিভিন্ন ব্রীজ কালভার্টের নিচ দিয়ে পানির স্রোতে  বয়ে যাচ্ছে। দেওয়ানগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি জমেছে। এছাড়া পৌরসভার বিভিন্ন নিচু এলাকার সড়কে এবং বাসা বাড়ীর আশে পাশে প্রবল বর্ষণে পানি ওঠে চলাচল বিঘিœত হচ্ছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে এবং গত ২ দিনের প্রবল বর্ষণে নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পয়েন্টে ভাঙ্গনও দেখা দিয়েছে।

Most Popular

Recent Comments