Wednesday, June 26, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর ২০২৩ এর উপজেলা অবহিত করণ ও কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিপুল মিয়ার সভাপতিত্বে ও অফিস সহকারী আব্দুল মান্নানের সঞ্চালনায় উপজেলা হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মোঃ হাবিব সাত্তি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও তারেক মাহমুদ, দেওয়ানগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মোঃ নুর ইসলাম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ আবুল হোসেন সহ অন্যান্য। সভাপতি ভাষণে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিপুল মিয়া জানান, ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে বক্তাগণ সর্বাত্মক সহযোগিতার আশ^াস জ্ঞাপন করেন। দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব বিশেষ কাজে বাইরে থেকেও ক্যাম্পেইন সভার মোবাইলের মাধ্যমে খোজ খবর নেন।

Most Popular

Recent Comments