নারিকেলী উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায় গত ৬ নভেম্বর ২০২২ইং সালে বিদ্যালয়ে চার জন চতুর্থ শ্রেণি কর্মচারী নিয়োগ করার লক্ষ্যে স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনিয়মের কারনে দীর্ঘদিনেও সেই নিয়োগ প্রদান করতে ব্যর্থ হয়ে পরবর্তীতে অত্যন্ত গোপনে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই নিয়ে ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকাবাসীর মাঝে দেখা দেয় উত্তেজনা। যার কারনে গত ২৩ জুন ২০২৪ ইং তারিখে জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট নিয়োগ সংক্রান্ত অনিয়ম উল্লেখ করে লিখিত অভিযোগ দাখিল করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৬ সদস্য। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক বলেন নিয়ম মেনেই নিয়োগ কার্যক্রম চলছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন অভিযোগ দেখেছি ব্যবস্থা নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আবেদনকারী বলেন ১ম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা ১০০০ টাকা পোষ্টাল অর্ডার দিয়ে নিয়োগের জন্য আবেদন করেছি। কিন্তু প্রধান শিক্ষক ২য় নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদেরকে পুনরায় আবেদন করার জন্য বলেছেন যা অনিয়মের একটি অংশ। এ বিষয়ে স্থানীয়রা বলেন প্রধান শিক্ষক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অত্যন্ত গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথচ সরকারি নিয়ম অনুযায়ী বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য বাধ্যকতা রয়েছে। যা তিনি না মেনে শুধুমাত্র নিজের সুবিধার জন্য গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অনিয়মের আশ্রয় নিয়ে নিয়োগ প্রদান করার চেষ্টা করছেন। নাম প্রকাশের অনিচ্ছুক ম্যানেজিং কমিটির একজন সদস্য বলেন প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে আমরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের তদন্ত হলে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। তদন্ত সাপেক্ষ্যে তার শাস্তি দাবি করছি।