Saturday, June 29, 2024
Homeজামালপুরবকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার ২৫ জুন বেলা ১১ টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুুষ্ঠানে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, পৌর মেয়র ফকরুজ্জামান মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজালাল, মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, নিলাখিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা , এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ , পৌরসভার সচিব নুরুল ইসলাম , বাট্টাজোড় ইউপি সচিব বজলুল করিম, নিলাখিয়া ইউপি সচিব আলী মুছা প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে বাট্টাজোর ইউনিয়ন পরিষদ একাদশ ২-১ গোলে নিলাখিয়া ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করেন।

Most Popular

Recent Comments