Wednesday, July 3, 2024
Homeদেশজুড়েজেলার খবররাজিবপুরে নদীতে অভিযান চালিয়ে ৭৫টি অবৈধ চায়না রিং জাল উদ্ধার

রাজিবপুরে নদীতে অভিযান চালিয়ে ৭৫টি অবৈধ চায়না রিং জাল উদ্ধার

তারিকুল ইসলাম তারা : কুড়িগ্রামের রাজিবপুরে ২৬ জুন বুধবার সারা দিন নদীতে অভিযান চালিয়ে ৭৫টি অবৈধ রিং জাল উদ্ধার করেছে রাজিবপুর মৎস্য অফিস। উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদৎ হোসেন এর নেত্রীত্বে রাজিবপুর উপজেলার বিভিন্ন নদ নদীতে অভিযান পরিচালনা করে ৭৫ টি অবৈধ চায়না রিং জাল উদ্ধার করেছে উদ্ধারকারী টিম। উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদৎ হোসেন বলেন, আমরা আজকে নদীতে অভিযান চালিয়ে ৭৫ টি অবৈধ চায়না রিং জাল উদ্ধার করতে সক্ষম হয়েছি, আমাদের এ অভিযান আগামী আরো ২ মাস অব্যাহত থাকবে। যদি কেউ নদীতে এই অবৈধ চায়না রিং জাল দিয়ে মাছ ধরে তাহলে তার বিরুদ্ধে জরিমানা সহ জেল হাজতেরও বিধান রয়েছে। উদ্ধারকৃত অবৈধ চায়না জাল গুলো মদনেরচর বালুর ঘাট এলাকায় আগুন জ্বালিয়ে পুড়ে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর থানার এস আই জসীম উদ্দিন, সাংবাদিক তারিকুল ইসলাম তারা, সাংবাদিক শরিফুল ইসলাম সোনা, ইউটিউবার বাদল আহাম্মেদ ও হাবীবুর রহমান প্রমুখ?

Most Popular

Recent Comments