Wednesday, June 26, 2024
Homeশেরপুরশেরপুরে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শেরপুরে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শেরপুর সংবাদদাতা : দরিদ্র ও অসহায় দুস্থ নারীদের স্বাবলম্বী করতে শেরপুর জেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার ১২ জুন বিকেলে জেলা পরিষদ হলরুমে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১ নং প্যানেল চেয়ারম্যান আবু তাহের।এ সময় অন্যান্যের মধ্যে প্যানেল চেয়ারম্যান-২ মোঃ মোছা মিয়া, জেলা পরিষদ সদস্য মোঃ মাহমুদুল হাসান মুক্তাসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে কেবলমাত্র সেলাই কাজে ট্রেনিংপ্রাপ্ত ৭০ জন নারীর মাঝে সেলাই এসব মেশিন বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments