Wednesday, June 26, 2024
Homeআন্তর্জাতিকসৌদিসহ বিশ্বের যেসব দেশে ঈদুল আজহা আজ

সৌদিসহ বিশ্বের যেসব দেশে ঈদুল আজহা আজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে ইদুল আজহা উদযাপন শুরু হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ইদুল আজহা। রোববার ( ১৬ জুন) শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর তারপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।

শুধু সৌদি আরব নয় মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ মানুষের সঙ্গে ইদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা।

সৌদি আরব ছাড়াও মিসর, অস্ট্রেলিয়াতেও আজ ঈদ। তবে সৌদি আরবের সঙ্গে একই দিনে চাঁদ দেখতে না পাওয়ায় তাদের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে সোমবার ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশেও আগামীকালই ঈদ। এ ছাড়াও প্রতিবেশী ভারত ও পাকিস্তান, পূর্ব এশিয়ার ব্রুনাই ও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সুদূরের দেশ যুক্তরাষ্ট্র ও কানাডাতেও কাল ঈদুল আজহা উদযাপিত হবে। একই দিনে ঈদ পালন করবে কাতার, ইরান, মরক্কো ও ঘানা।

Most Popular

Recent Comments