Saturday, June 29, 2024
Homeজামালপুরস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা পল্লী ইউনিয়ন একাডেমী জামালপুরের ভূমিকা শীর্ষক সেমিনার...

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা পল্লী ইউনিয়ন একাডেমী জামালপুরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টফ রিপোর্টার : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা পল্লী ইউনিয়ন একাডেমী জামালপুরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে শেখ হাসিনা পল্লী ইউনিয়ন একাডেমী জামালপুর মিলনায়তনে অনুষ্ঠানে সেমিনারের প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক যুগ্ন সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে এপার উপস্থাপন করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক ডক্টর আব্দুল মজিদ প্রামানিক, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, কৃষিবিদ জাকিয়া সুলতানা, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম, সাংবাাদিক ফজলে এলাহী মাকাম, শাহ জামাল, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস, এমআর আই রাসেল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা জামালপুর শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমিতে বিশেষ প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য আহ্বান জানান।

Most Popular

Recent Comments