Sunday, June 11, 2023
Homeশেরপুরঅগ্নিকান্ডে ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই

অগ্নিকান্ডে ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই

শেরপুর সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারের মাইশা ট্রেডার্সে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এক ভয়াবহ অগ্নিকা-ে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বারমারী বাজারের হার্ডওয়ার, টিন ও ইলেকট্রনিকস ব্যবসায়ী জামিল আহমেদ বাবুল প্রতিদিনের মতো ব্যবসা পরিচালনা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। মঙ্গলবার ভোররাতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য কামনা করেন। পরে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনেন। এ সময় দোকানে রাখা হার্ডওয়ার, টিন, ইলেকট্রনিক সামগ্রী ও টিনশেড ঘরের অধিকাংশ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানান।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments