মোহাম্মদ আলী: যেসকল অগ্রজরা নির্মম ভাগ্যর শিকার,পরিবার স্বজন সংসারে অবহেলিত ও বঞ্চিত। তাদের শেষ জীবনে একটুকরো শান্তির পরশ দিতে পাশে দাঁড়িয়েছেন “এম এ রশীদ প্রবীণ নিবাস”। তারা সেইসব দূরভাগা মানুষদের সংগ্রহ করে বিনামূল্যে দিচ্ছেন নিরাপদ নিশ্চিত বাসস্থান, ৫ বেলা পুষ্টিকর খাবার, পরিস্কার পোশাক পরিচ্ছেদ ও চিকিৎসা। জামালপুর জেলার যেকোনো এলাকার বাসিন্দা পাচ্ছেন এই সুবিধা। তবে তাঁকে ৬০ থেকে ৮০ বছরের মধ্যে হতে হবে ও সচল হতে হবে। লাগবে পরিবারের অথবা অভিভাবকদের অনুমতিপত্র। বছর দুয়েক আগে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামে গড়ে উঠেছে এম এ রশীদ প্রবীণ নিবাসটি। এটি ইউনাইটেড ট্রাষ্টের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানসূত্রে জানা যায়, ২শ জন মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন এই প্রবীণ নিবাসে সারা বছরই ভর্তি চলে। বর্তমানে এখানে ৭০ জন প্রবীণ পরম যতেœ বসবাস করছেন।