নকলা সংবাদদাতা: শেরপুরের নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের কৃষক শফিকুল মিয়ার পালিত একটি অস্ট্রলিয়ার জাতের গাভি ৪টি বাচ্চা দিয়েছে। শফিকুল মিয়ার গাভিটি সকাল ১১টায় বাচ্চা প্রসব করে,সেই মহুর্তে জানাজানি হলে, এক পলক দেখার জন্য, গ্রামবাসী ভিড় করে। সংবাদ পেয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মো: ইসাহাক আলী ও চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো , সাংবাদিকগণ শহিদুল এর বাড়িতে গিয়ে উক্ত গাভিটি ও বাচ্চা দেখেন এবং শফিকুলকে বাচ্চা গুলো যন্ত করার কথা বলেন ।অধ্যবদি ৪টি বাচ্চাই সুস্থ্য রয়েছে।