Sunday, October 1, 2023
Homeজাতীয়অব্যবহৃত ডেটা ও টকটাইম আনলিমিটেড করতে হবে- বুলু

অব্যবহৃত ডেটা ও টকটাইম আনলিমিটেড করতে হবে- বুলু

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ‘অব্যবহৃত ডেটা ও টকটাইম আনলিমিটেড করতে হবে এ দাবি জানান বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু ।

বুলু আরো বলেন- আমার টাকায় কেনা মিনিট বা এমবি কেন লিমিট হবে আন লিমিটেড ব্যবহার করার সিস্টেম থাকতে হবে । বিটিআরসির সংশ্লিষ্ট ব্যক্তিরা একটু সচেতন হলেই সম্ভব। মিনিট বা এমবির মেয়াদ শেষ হইলে সেটা যায় কোথায়, সেটার ঠিকানা কোথায়, আমি এইটা সব কোম্পানির কাছে জানতে চাই । আমাদের দেশের গ্রাহকদের সাথে প্রতারণা করে কেউ যাতে পার পেয়ে না যায় সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। মোবাইল কোম্পানির গুলোর বিরুদ্ধে সবাইকে জোড়ালো ভাবে প্রতিবাদ জানাতে হবে । সব গ্রাহকের কাছে টেলিটক সিম থাকতে হবে বাধ্যতামূলক । আর সর্বনিম্ন দশ টাকা রিচার্জ করার ব্যবস্থা রাখতে হবে। টেলিটকের নেটওয়ার্ক ব্যবস্থা আরো ভালো করতে হবে যাতে মানুষ ভালোভাবে ব্যবহার করতে পারে । মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের দেশের টেলিটক সিমের মান টা যেন বাড়ায় । এটা রাষ্ট্রে জন্য ভালো একটা অর্থ যোগান দেবে, বাইরের কোম্পানিগুলো তাদের ইচ্ছামত টাকা কেটে নেয়, আমার টাকায় কেনা এমবি মিনিট তারা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়ে তারপরে কেটে নিয়ে যায় কেন ? এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে ।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী গত বছরের ২ আগস্ট নির্দেশ দিয়েছিলেন গ্রাহকদের অব্যবহৃত ডেটা ফেরত দিতে। বিটিআরসি থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু শর্তযুক্ত সেসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না। আমাদের দাবি হলো, গ্রাহক যেকোনো মেয়াদের যেকোনো প্যাকেজ কিনুক না কেন, তার আগের অব্যবহৃত ডেটা সেই প্যাকেজের সঙ্গে যুক্ত হতে হবে। অবশ্যই গ্রাহকদের সঙ্গে সব ধরনের প্রতারণা বন্ধ করতে হবে। কোম্পানিগুলো ৪ হাজার ৪০০ টাকা বান্ডেলসহ সিম বিক্রি করছে। অথচ রিচার্জ করলেও এই ব্যালেন্স শো করছে না। সিম নিয়েও কালোবাজারি এবং নানা রকম কারসাজি হচ্ছে। এগুলো বন্ধ করতে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসিকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

সংগঠনের কেন্দ্রীয় সদস্য মিতা রহমান, দপ্তর সম্পাদক শেখ ফরিদ, ডা. আমিনুল, এড. সাহেদা বেগম,  গণসংহতির কেন্দ্রীয় নেতা বাচ্চু, মানবাধিকার সংগঠনের নেতা সোহেল আহমেদ মৃধা, আবুল কাশেম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে সাধারণ গ্রাহকরাও তাদের অভিযোগ উত্থাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments