Thursday, June 8, 2023
Homeবিনোদনঅভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন ঋত্বিক!

অভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন ঋত্বিক!

টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী অভিনয় ছেড়ে হন্যে হয়ে চাকরি খুঁজছেন! তবে ব্যাপারটা বাস্তবে নয় ছবির গল্পে। তার আগামী ছবি ‘একটু সরে বসুন’-এ এমন গল্পে অভিনয় করতে দেখা যাবে তাকে। অভিনেতা নিজেই এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে জানালেন সেই খবর।

কমলেশ্বর মুখোপাধ্যায় এই ছবির পরিচালনা করবেন। প্রযোজনা করবেন ক্যাট ফিল্মস ও অনিন্দ্য দাশগুপ্ত। এটি একটি কমেডি ঘরানার ছবি হতে চলেছে। মূলত বনফুলের একটি ছোট গল্পের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি।

এই ছবির গল্পে উঠে আসবে বাড়ির লোক ও পাড়াপ্রতিবেশীদের গঞ্জনায় অতিষ্ঠ হয়ে চাকরির খোঁজে মফস্বলের এক বেকার যুবক চলে আসেন কলকাতা শহরে। সংস্কৃত নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করেছে সে। কলকাতায় এসে দাদা-বৌদির বাড়িতে থাকতে শুরু করে। এই ছবির এই কেন্দ্রীয় চরিত্রের নাম গুড্ডু। এদিকে গুড্ডুর ওপর নজরদারি করতে তার পিছু নেয় মফস্বলে তার লাভ ইন্টারেস্ট পিউ। শহরে এসে শুরু হয় প্রেম নিয়ে টানাপোড়েন।

‘একটু সরে বসুন’ ছবিতে ঋত্বিক চক্রবর্তীকে প্রধান ভূমিকায় দেখা যাবে। তার সঙ্গে এই ছবিতে থাকবেন পাওলি দাম, রজতাভ দত্ত, ইশা সাহা, পায়েল সরকারসহ দুই শিশু শিল্পী। এছাড়া থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মানসী সিনহা প্রমুখ।

বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এই ছবিকে বর্তমান সময়ের ধাঁচে ফেলে তৈরি করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments