Sunday, June 11, 2023
Homeখেলাধুলাঅলরাউন্ডার সাকিবকেই দেখা যাবে মিরপুরে

অলরাউন্ডার সাকিবকেই দেখা যাবে মিরপুরে

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান দলে থাকলে কম্বিনেশন সাজাতে সহজ হয় এটা সবারই জানা। তবে চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে এক ওভারও বল করেন নি সাকিব। পিঠের ব্যথার কারণে সিরিজের দ্বিতীয় টেস্টেও শঙ্কা জেগেছিল সাকিবের বল করা নিয়ে। তবে ম্যাচের আগের দিন সে শঙ্কা দূর করে দিলেন অ্যালান ডোনাল্ড।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এর আগে আজ বুধবার দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের পেস বোলিং কোচ অ্যালন ডোনাল্ড। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড জানালেন সাকিব ঠিক আছে, সে বল করবে।

এসময় ডোনাল্ড বলেন, ‘সাকিব ঠিক আছে, সে বল করবে। সে ব্যথা পেয়েছিল ওয়ানডে ম্যাচে। সেটা থেকে সে সেরে উঠেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং বোলিং করার জন্যও প্রস্তুত।’

অধিনায়ক সাকিব যেহেতু বোলিং করবেন সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে টাইগারদের বোলিং আক্রমণ কেমন হবে। এ নিয়ে ডোনাল্ডের উত্তর, ‘চট্টগ্রাম টেস্টে খেলা তিন স্পিনার খেলবে, আর দুই পেসার তাসকিন ও খালেদ। এটাই সম্ভবত হতে যাচ্ছে।’

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে ছিলেন না তাসকিন আহমেদ। তবে মিরপুর টেস্ট দিয়ে দলে ফিরছেন এই স্পিডস্টার, এমনটাই ইঙ্গিত ডোনাল্ডের। তিনি বলেন, ‘তাসকিন আগের ম্যাচেও খেলতে চেয়েছিল। তবে এই টেস্ট খেলার জন্য সে প্রস্তুত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments