Sunday, July 3, 2022
Homeখেলাধুলাঅলিম্পিকে যোগ হতে চেষ্টায় ভারতীয় বোর্ড

অলিম্পিকে যোগ হতে চেষ্টায় ভারতীয় বোর্ড

আ.জা. স্পোর্টস:

২০২৮ প্যারিস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির সম্ভাবনা জোরদার হয়েছে। সেই প্রচেষ্টায় মুখ্য ভ‚মিকা নিতে চলেছে ভারত। জানা গেছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে প্রস্তাব দিয়েছে আইসিসি। এসব জানিয়েছে ভারতের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, অলিম্পিকে ক্রিকেটে অন্তর্ভুক্তি নিয়ে খুব একটা ইচ্ছুক ছিল না বিসিসিআই। মূলত তাদের অনিচ্ছার কারণেই এগোতে পারেনি আইসিসি। কিন্তু এখন চিত্র অনেকটাই বদলেছে। ভারতীয় বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, অলিম্পিক্সে ক্রিকেট ঢুকলে ভারতের পুরুষ এবং মহিলা দল তাতে অংশ নেবে। এ ব্যাপারে বোর্ডের সঙ্গে এক টেবিলে রয়েছে আইসিসি। সাত বছর পর অলিম্পিকে সত্যিই ক্রিকেট দেখা গেলেও সেখানে বিরাট কোহলী খেলবেন কি না তা নিয়ে নিশ্চয়তা নেই। নভেম্বরে ৩২ পূর্ণ করবেন কোহলী। সাত বছর পর তিনি থাকবেন প্রায় চল্লিশের কোঠায়। আদৌ ততদিন তিনি খেলা চালাবেন কি না, তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। একই কথা প্রযোজ্য রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধাওয়ানদের ক্ষেত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments