Friday, August 19, 2022
Homeবিনোদনঅসহায় শিশুদের জন্য টিকার ব্যবস্থা করলেন ঋতুপর্ণা

অসহায় শিশুদের জন্য টিকার ব্যবস্থা করলেন ঋতুপর্ণা

আ.জা. বিনোদন:

ভারতে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বলিউড-টলিউডে অনেক তারকা সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঙ্গাপুরে বসে কলকাতার শহরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য করোনা টিকার ব্যবস্থা করেছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিরূপ সেনগুপ্তের ‘প্রয়াস’সহ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তিনি যুক্ত। সেই সব সংস্থায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশাপাশি থ্যালাসেমিয়া, ক্যান্সারে আক্রান্ত শিশুদেরও তিনি খুব কাছ থেকে দেখেছেন। বুঝেছেন, এই ধরনের শিশুরা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ শিশুদের থেকে কত বেশি অসহায় হয়ে পড়ে। সেই অনুভ‚তি থেকেই তার এই চেষ্টা। ঋতুপর্ণার এই প্রচেষ্টা বাস্তবায়িত হচ্ছে চিকিৎসক রূপালি বসুর তত্ত¡াবধানে। শিশুদের পাশাপাশি পূর্ণবয়স্কদের চিকিৎসার জন্য শয্যা, অক্সিজেন, ওষুধ এবং চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করবে কলকাতার প্রথম সারির বেসরকারি হাসপাতালটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments