নিজস্ব প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার দিগপাইত, রশিদপুর ও নরুন্দি ইউনিয়নে জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। ৯ জানুয়ারি এসব ইউনিয়নে এমপির ব্যক্তিগত তহবিল থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি বলেন, অসহায় শীতার্তদের পাশে সব সময়ই ছিলাম। তাই এবছরও তাদের কথা চিন্তা করে তাদের মাঝে কম্বল নিয়ে এসেছি। তিনি বলেন, জামালপুর সদরের শীতার্তদের পাশে যদি সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসে তাহলে শীতার্তদের কিছুটা হলেও উপকার হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, রশিদপুর ইউপি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক, রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন, সাধারণ সম্পাদক এ কে এম সরোয়ার হোসেন মিস্টার, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।