Monday, July 15, 2024
Homeখেলাধুলাঅস্ট্রেলিয়ার কাছে বড় হারের ব্যাখ্যা দিলেন নাহিদা

অস্ট্রেলিয়ার কাছে বড় হারের ব্যাখ্যা দিলেন নাহিদা

মেয়েদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে সফরকারী অজিদের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। ১১৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। ম্যাচ শেষে এমন হারের কারণ ব্যাখা করেছেন তারকা স্পিনার নাহিদা আক্তার।

টাইগ্রেসদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাহিদা বলেন, ‘পার্থক্য যদি বলি বোলিং একটু খারাপ হয়েছে। (আমরা) এর চেয়ে ভালো করতে পারি। ব্যাটিংয়ে ২-৩টা রানআউট হওয়াতে পিছিয়ে গিয়েছিলাম। (এমনটা) হতেই পারে, এটা ক্রিকেটের পার্ট। কখনও ভালো হবে, আবার খারাপ হবে। মাঝে ওরা সেট হয়ে গিয়েছিল, জুটি হয়ে গিয়েছিল, সেটা আগে ভাঙতে পারলে চিত্রটা আলাদা হতো।’  

তিনি আরও বলেন, ‘(অস্ট্রেলিয়ার) অভিজ্ঞতা তো অবশ্যই আছে। ওই সময় বোলিং এলোমেলো করছিলাম। এ কারণে সহজে খেলতে পারছিল। অতি আত্মবিশ্বাসী হইনি। অবশ্যই তারা অভিজ্ঞ বলেই খেলতে পেরেছে। এটা মনে হয়নি কখনোই মানসিক দিক দিয়ে পিছিয়ে আছি।’

প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখলেও পরবর্তীতে ভালো করার প্রত্যাশা জানিয়ে রাখলেন নাহিদা, ‘জ্যোতি আপু ও সোবহানা (মোস্তারি) ভালো জুটি গড়ছিল। রানআউট হয়ে যাওয়াতে পিছিয়ে পড়েছি। তবে নিজেদের ঘাটতি নিয়ে আলোচনা ও কাজ করব। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে (চেষ্টা করব)।’

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ফলে এই সিরিজ দুই দলের জন্যই ঐতিহাসিক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী ২৪ মার্চ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মেয়েরা।

Most Popular

Recent Comments