Friday, June 9, 2023
Homeখেলাধুলা‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে খেললে সাকিবের রান ১০-১২ হাজার থাকত’

‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে খেললে সাকিবের রান ১০-১২ হাজার থাকত’

বিশ্বক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয়ের ভূমিকা রেখে চলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের ইতিহাসে তাকে সেরা ক্রিকেটার হিসেবেও সাব্যস্ত করা হয়। কয়েকদিন আগেই টাইগার ক্রিকেটের এই সুপারস্টার আরেকটি রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক ওয়ানডেতে ৭ হাজার রানের সঙ্গে তিনি শিকার করেছেন ৩০০ উইকেট। আর এমন কীর্তি গড়ার পরই দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাকিবের হাতে শুভেচ্ছাস্বরূপ একটি ক্রেস্ট তুলে দিয়েছেন।

বুধবার (২২ মার্চ) বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হাথুরু। এ সময় টাইগারদের এই ওস্তাদ জানিয়েছেন, সাকিবের জন্য এই মাইলফলক গড়া মোটেও সহজ ছিল না।

হাথুরু বলছিলেন, ‘সাকিব, আমি জানি বেশিরভাগ সময়ে বাংলাদেশে খেলা এমন প্রতিপক্ষের সঙ্গে ছিল যাদের বোলিং অ্যাটাক অনেক ভালো। যদিও গত ৫-৬ বছরে সেই পরিস্থিতি বদলে গেছে। তবে যখন তুমি ক্যারিয়ার শুরু করেছিলে তখন এটা সহজ ছিল না।’

ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার হয়ে খেললে সাকিবের রান ১০-১২ হাজার থাকত বলেও বিশ্বাস হাথুরুর, ‘এখানে (বাংলাদেশে) এত রান করা সহজ নয়। যদি তুমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তাহলে তোমার যে প্রতিভা তাতে তোমার রান থাকত ১০ বা ১২ হাজার। যদিও এটা খুব বড় অর্জন (৭০০০ ওয়ানডে রান), খুব ভালো করেছো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments