Tuesday, August 3, 2021
Home খেলাধুলা অ্যাথলেটিকসে দ্রুততম মানবমানবী ইসমাইল, শিরিন

অ্যাথলেটিকসে দ্রুততম মানবমানবী ইসমাইল, শিরিন

আ.জা. স্পোর্টস:

বাংলাদেশ গেমস অ্যাথলেটিকসে দ্রুততম মানবমানবী হয়েছেন নৌবাহিনীর দুই অ্যাথলেট ইসমাইল হোসেন এবং শিরিন আক্তার। ইসমাইল এবারই প্রথম বাংলাদেশ গেমসে সোনার পদক জয় করলেন, আর শিরিনের আক্ষেপ ঘুচল সোনার পদক জয় করে। কারণ শেষবার ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমসে আরেক তারকা অ্যাথলেট নাজমুন নাহার বিউটির কাছে হেরে সোনার পদক না পেয়ে সেদিন আফসোসে পুড়েছিলেন। আবার সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে নবম বাংলাদেশ গেমসে সোনা জিতে দ্রুততম মানবীর খেতাব পেয়ে একটা তৃপ্তির হাসি ছড়িয়ে দিলেন। শিরিন সাত বছর এই অপেক্ষায় ছিলেন। ১০০ মিটার স্প্রিন্টে ১১.৬০ সেকেন্ড সময় নেওয়া শিরিন বলেন, ‘বাংলাদেশ গেমসে এটা আমার প্রথম স্বর্ণ জয়। এর আগের গেমসে বিউটি আপার কাছে হেরে দ্বিতীয় হয়েছিলাম। আমার কোচ আব্দুল্লাহ হেল কাফি অনেক পরিশ্রম করেছেন। আমি টানা ১২বার দ্রুততম মানবী হয়েছি, এটাই রেকর্ড বাংলাদেশের।’ ১০.৫০ সেকেন্ড সময় নেওয়া দ্রুততম মানব ইসমাইল বলেন,‘বাংলাদেশ গেমসে এটা আমার প্রথম স্বর্ন। সব মিলিয়ে স্প্রিন্টে চতুর্থ স্বর্ণ। ২০১৩ সালে লং জাম্পে রৌপ্য জিতেছিলাম। এই পারফরম্যান্সে আমি খুশি। অনুশীলন কম হলেও দ্রুততম মানব হতে পেরে আমি তৃপ্তি।’ টাইমিং খুব একটা ভালো হয়নি ইসমাইলের। জাতীয় চ্যাম্পিয়নশিপে তার টাইমিং ছিল ১০.২০ সেকেন্ড। টাইমিং নিয়ে ইসমাইল বলেন, ‘টাইমিং ভালো না করার কারণ ঠিকমতো অনুশীলন করতে পারিনি। জ্যাভলিনে সেনাবাহিনীর পাপিয়া আক্তার সোনা জিতেছেন।

স্বর্ণ জিতেই অবসরে হার্ডলার মাসুদ
১১০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতেছেন নৌবাহিনীর হার্ডলার মাসুদ খান। ১৪.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে ট্র্যাক থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। ২০১৩ সালের অষ্টম বাংলাদেশেও স্বর্ণপদক জিতেছিলেন তৎকালীন বিজেএমসির এই অ্যাথলেট। জাতীয় পর্যায়ে খুব এক সাফল্য না থাকলেও এবার অবসরের ঘোষণা দিয়ে মাসুদ বলেন, ‘ইচ্ছা ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতে অবসরে যাব তাই ঘোষণা দিয়েছি।

সুমিতা রানী আহত হয়ে ট্র্যাক ছাড়লেন
তাকে বলা হয় হার্ডলসের রানী। সুমিতা রানী এবারের গেমসে ১০০ মিটার হার্ডলসে আবার সোনার পদক জয় করবেন। কিন্তু দৌড়ানোর সময় ট্র্যাকে পড়ে গিয়ে আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পায়ের গোড়ালি, হাতে মুখে আঘাত পেয়েছেন জেল দলের সুমিতা। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন তামান্না আক্তার। ১৪.৫০ সেকেন্ড সময় নিয়ে সুমিতা রানীর টাইমিং ভেঙেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

অলিম্পিকে সোনা জয় করলেন বেনসিচ

আ.জা. স্পোর্টস: টোকিও অলিম্পিকে সুইসদের সবচেয়ে বেশি আশা ছিল যার কাছে, সেই রজার ফেদেরার অংশগ্রহণই করেননি। এরপর টেনিসে...

৭ মাসেই রিজওয়ানের বিশ্বরেকর্ড

আ.জা. স্পোর্টস: চলতি বছর শেষ হতে এখনো বাকি পাঁচ মাস। অথচ এর মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের...

ধর্মঘটে বসলেন ফ্রান্সের বক্সার

আ.জা. স্পোর্টস: টোকিও অলিম্পিকে রোববার হেভিওয়েট বক্সিংয়ে ব্রিটিশ প্রতিপক্ষ ফ্রেজার ক্লার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন ফ্রান্সের বক্সার...

বহুদলীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত মিয়ানমারের জান্তা সরকার’

আ.জা. আন্তর্জাতিক: নির্বাচনের ব্যাপারে আবারও নিজের অঙ্গীকার জানালেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। রোববার এক বক্তব্যে তিনি জানান,...

Recent Comments