আ.জা. আন্তর্জাতিক:
অ্যাস্ট্রাজেনেকা কিংবা ফাইজারের টিকার প্রথম ডোজ নেয়ার পর করোনা সংক্রমণের ঝুঁকি কমে যায়। যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিসটিকস ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকাগ্রহণকারীর ৬৫ শতাংশের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। টিকা নেয়ার পর সব বয়সী মানুষের শরীরে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সেই সঙ্গে দুটি টিকা নেয়ার পর তৈরি হচ্ছে কার্যকর প্রতিক্রিয়া। যুক্তরাজ্যের ৩ লাখ ৭০ হাজার মানুষের করোনা পরীক্ষার ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়। এদিকে, যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন বি ওয়ান ওয়ান সেভেনের বিরুদ্ধে লড়তেও অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা কার্যকর দাবি গবেষকদের।