Thursday, January 28, 2021
Home আন্তর্জাতিক আংশিক মন্ত্রিসভা ঘোষণা করলেন বাইডেন

আংশিক মন্ত্রিসভা ঘোষণা করলেন বাইডেন

আ. জা. আন্তর্জাতিক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্রেটিক নেতা জো বাইডেন সোমবার তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যের নাম ঘোষণা করেছেন। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে বাইডেন প্রশাসন। তবে তার আগেই ট্রানজিশনাল মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির। এরই অংশ হিসেবে সোমবার যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টনি বিøনকেনের নাম ঘোষণা করেছেন বাইডেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আলেহান্দ্রো মায়োরকাসকে এবং ন্যাশনাল ইন্টিলিজেন্সের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আভরিল হেইনেস। বারাক ওবামার অধীনে বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ব্লিনকেন ২০১৫-২০১৭ সাল পর্যন্ত উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩-২০১৫ সাল পর্যন্ত জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টারও দায়িত্ব পালন করেন ব্লিনকেন। ইহুদি বাবা-মায়ের ঘরে জন্ম নেয়া বিøনকেন ঝানু একজন ক‚টনীতিক। তিনি ২০০৯-২০১৩ সাল পর্যন্ত বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

এদিকে লিন্ডা থমাস-গ্রিনফিল্ডকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত করা হয়েছে। এছাড়া জেইক সুলিভানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। আর আবহাওয়া বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে জন কেরিকে বেছে নেয়া হয়েছে। নতুন এই মন্ত্রিসভা বেশ কয়েকটি ক্ষেত্রে ইতিহাস তৈরি করেছে। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মায়োরকাস হবেন প্রথম লাতিনো ও অভিবাসী যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। ন্যাশনাল ইন্টিলিজেন্সের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া প্রথম নারী হচ্ছেন হেইনেস। সুলিভান হচ্ছেন কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম বয়সী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর কেরি হবেন প্রেসিডেন্টের আবহাওয়া বিষয়ক প্রথম বিশেষ দূত যিনি জাতীয় নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

করোনার টিকার অগ্রাধিকার প্রাপ্তদের তালিকা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: করোনাভাইরাসের টিকা প্রদানে অগ্রাধিকারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার জাতীয় সংসদে টাঙ্গাইল-৬ আসনের...

এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব

আ.জা. ডেক্স: মানবজাতি বিপন্ন হতে পারে নীরবে বিকশিত এমন জীবাণুনাশক ওষুধ বা এন্টিবায়োটিকের অকার্যকর হওয়া ঠেকাতে অবিলম্বে বৈশ্বিক...

৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বিকাল সাড়ে...

সাংবাদিকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে: পরিকল্পনামন্ত্রী

আ.জা. ডেক্স: ঝুঁকি ভাতা এবং পেনশনসহ সাংবাদিকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল...

Recent Comments