Monday, June 27, 2022
Homeখেলাধুলাআইপিএলের বাকী অংশ শেষ করার ব্যাপারে আশাবাদী গাঙ্গুলী

আইপিএলের বাকী অংশ শেষ করার ব্যাপারে আশাবাদী গাঙ্গুলী

আ.জা. স্পোর্টস:

করোনার ভয়াবহ থাবায় মাঝপথেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর। টুর্নামেন্টের ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখনো বাকী রয়েছে ৩১টি। টুর্নামেন্টের বাকী অংশ পুুনরায় কবে নাগাদ শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। তবে টুর্নামেন্টের বাকী ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদ মাধ্যমকে গাঙ্গুলী জানান, বাধ্য হয়ে মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে। তবে সুযোগ করে টুর্নামেন্টের বাকী অংশ সম্পন্ন করা হবে। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে এই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হবার কারণে আইপিএল মাঝপথে থামিয়ে দিতে হলো। আসলে এটা তো খুব সংক্রামক ব্যাধি। তাই আর ঝুঁকি নেয়া হলো না। কারণ সবকিছুর উর্ধ্বে সকলের স্বাস্থ্যবিধির দিকে নজর দিতে হবে।’ বিসিসিআই সভাপতি আরও বলেন, ‘আইপিএল পুনরায় শুরু করার সুযোগ এখনো আছে। যদি পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে বছরের কোনও না কোনও সময় বাকি ম্যাচগুলো আয়োজন করার চেষ্টা করবো। আমরা সেই ভালো সময়ের অপেক্ষায় আছি।’ গত ৯ এপ্রিল থেকে শুরু হয় আইপিএলের চতুর্থদশ আসর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments