Monday, April 22, 2024
Homeরাজনীতিআওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভা আজ

আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভা আজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রংপুর বিভাগীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার (৩০ মার্চ)। বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় রংপুর বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলাগুলোর শীর্ষস্থানীয় নেতা, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য এবং দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় টিম সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

এছাড়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Most Popular

Recent Comments