Friday, September 29, 2023
Homeজামালপুরআওয়ামী লীগ সরকার অচিরেই বিদায় হবে-বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু

আওয়ামী লীগ সরকার অচিরেই বিদায় হবে-বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু

নিজস্ব সংবাদদাতা : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ সরকার অচিরেই বিদায় হবে, বিদায়ের পর তারা কত দুর্নীতি করেছে তা জনসন্মুখে প্রকাশ করা হবে। জনগণের লুটপাটকৃত সম্পদ আমরা আমাদের দেশে ফিরিয়ে আনব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণ আপনার আওতায় আপনার সরকারের অধীনে আর কোন দিন, কোন কালে, কোন সময়, কোন নির্বাচন মেনে নিবে না। শনিবার দুপুরে জামালপুরে বিদ্যুৎ, গ্যাস, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবীতে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচীর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু। তিনি আরও বলেন, শুধু ভোট চুরি নয়, ভোট ডাকাতি করা ছাড়া এই সরকার আর কোন দিন, কেন কালে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের জনগণ আর আপনাদের দেখতে চায় না, ভোট চুরির জন্য, ভোট ডাকাতির জন্য, অন্যায়-অত্যাচার করার জন্য, মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য আপনাদের বিচার চায়। আপনারা অতি সত্বর পদত্যাগ করুন, যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন আপনাদের জন্য ততই মঙ্গল।
শহরের বাইপাস মোড়ে জামালপুর জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্যরা। পরে বাইপাস মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments