আ.জা. ডেক্স:
আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে পাঁচদিন আগে থেকেই ইস্যু করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৫ এপ্রিল এই সিদ্ধান্ত কার্যকর হবে। গত মঙ্গলবার রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়। এই পরিপত্রে টিকিট ফেরতের (রিফান্ড) বিদ্যমান বিধানও পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়। পরিপত্রে বলা হয়, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে সার্ভিস চার্জ কেটে রাখা সাপেক্ষে টিকিটের আগের মূল্যফেরত দেয়া হবে। এ ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে এসি টিকিটে ৪০ টাকা, প্রথম শ্রেণিতে ৩০ টাকা, অন্যান্য ২০ টাকা চার্জ কাটা হবে। ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টার কম সময় বাকি থাকা অবস্থায় টিকিট ফেরত দিতে চাইলে ২৫ শতাংশ কেটে রেখে বাকি টাকা ফেরত দেয়া হবে। ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকা অবস্থায় ও ১২ ঘণ্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় টিকিট ফেরত দিতে হলে ৫০ শতাংশ টাকা কেটে নিয়ে বাকি টাকা দেয়া হবে। এছাড়া ট্রেন ছাড়ার ১২ ঘণ্টার কম সময়ে এবং ছয় ঘণ্টার বেশি সময়ের মধ্যে টিকিট ফেরত দেয়া হলে ৭৫ শতাংশ টাকা কাটা হবে। ৬ ঘণ্টা পর কোনো টিকিট ফেরত যোগ্য হবে না।