রাজধানীর আগারগাঁওয়ে একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মাইক্রোবাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার বলেন, আমরা ৬টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁও এলাকায় একটি মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে মোহাম্মদের স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তিনি বলেন, মাইক্রোবাসটিতে কীভাবে আগুন লেগেছে আমরা তা এখনও জানতে পারিনি। এছাড়া আগুনে হতাহতের খবরও আমাদের কাছে আসেনি। আমাদের টিম এখনও ঘটনাস্থল থেকে আসেনি। তারা কাজ শেষ করে এলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।