আ.জা. ডেক্স:
করোনার দ্বিতীয় ঢেউয়ে ১০ গুণ বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল রোববার মহাখালীতে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। রোগী সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ডিএনসিসি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দেয়া হয়েছে এবং সুবিধা আরো বাড়ানো হবে। গত দেড় মাসে দেশে করোনা সংক্রমণের হার কয়েকগুণ বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাত্র ২০ দিনের মধ্যে এই হাসপাতালের সেবা কার্যক্রম প্রস্তুত করা হয়েছে। এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল। তিনি বলেন, এখন আইসিইউ সংকটের বিষয়টি সবার নজরে এসেছে। বাস্তবিক অর্থে ঢাকায় সরকারি-বেসরকারি হাসপাতালে আইসিইউর সংখ্যা কম। তবে করোনা রোগীদের জন্য আইসিইউর চেয়ে অক্সিজেনের দরকার বেশি হয়। তিনি আরও বলেন, ভারতের মতো এক বেডে তিনজন রাখতে হয়নি, উন্নত দেশের মতো তাঁবুতেও রাখতে হয়নি। বাংলাদেশ হাসপাতালে রেখেই রোগীর সেবা দিচ্ছে। ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে ২১২টি আইসিইউ, ২৫০টি এইচডিইউ, আইসোলেশন, সিঙ্গেল রুম ৫৪০টি এবং জরুরি বিভাগে রয়েছে ৫০টি বেড। বেডসংখ্যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।