Friday, March 31, 2023
Homeজামালপুরআজমীরগঞ্জ দরবার শরীফে দুদিন ব্যপী ওরশ শরীফ উদযাপিত

আজমীরগঞ্জ দরবার শরীফে দুদিন ব্যপী ওরশ শরীফ উদযাপিত

শামীম আলম : জামালপুরের বকশীগঞ্জ আজমীরগঞ্জ দরবার শরীফে প্রখ্যাত সূফি সাধক হযরত খাজা মঈন উদ্দিন চির্ষতী রহমতুল্লাহি আলাহের দুদিন ব্যপী ওরশ শুরু হয়েছে। বাংলাদেশের ভিবিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
হযরত খাজা মঈন উদ্দিন চির্ষতী রহমতুল্লাহি আলাহের ওফাত দিবস উপলক্ষ্যে আজমীরগঞ্জ দরবার শরীফে অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে। দুদিনব্যপী ওরশে ওয়াজ মাহফিল, দরুদ ও মিলাদ মাহফিলে অংশ নিবেন হযরত খাজা মঈন উদ্দিন চির্ষতী রহমতুল্লাহি আলাহের ভক্ত ও প্রেমিকরা। মঙ্গলবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুদিনের ওরশ। খাজা তহিদুল্লাহ নেতৃত্বে সকল কার্যত্রুম শুরু ও শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments