Sunday, June 11, 2023
Homeরাজনীতিআজ বিএনপিসহ বিরোধী দলগুলোর পদযাত্রা, যানজটের শঙ্কা

আজ বিএনপিসহ বিরোধী দলগুলোর পদযাত্রা, যানজটের শঙ্কা

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে রাজধানীর দুই পাশে পদযাত্রা করবে বিএনপির। শুধু বিএনপি নয় তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চও আজ রাজধানীতে পদযাত্রা করবে। ফলে, অন্যান্য দিনের চাইতে মঙ্গলবার (২৩ মে) রাজধানীতে যানজট বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপি উদ্যোগে মঙ্গলবার দুপুর আড়াইটায় গাবতলী বিউটি সিনেমা হল সংলগ্ন এস এ খালেক বাস কাউন্টার সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি উদ্যোগে দুপুর আড়াইটায় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মোড় থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

এদিকে গণতন্ত্র মঞ্চের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা শুরু হবে। বাহাদুর শাহ পার্কে গিয়ে পদযাত্রা শেষ হবে।

তিনি বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রায় অংশ নেবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারীসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments