Thursday, June 8, 2023
Homeজামালপুরআন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস স্মরণে মেলান্দহে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস স্মরণে মেলান্দহে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেলান্দহ সংবাদদাতা:

গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে গণ সচেতনতা বাড়াতে উপজেলা টওশাসন, উপজেলা পরিষদসহ উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা স্কাউটস লিডার এবং সুধীবৃন্দের অংশ গ্রহণের একটি বণার্ঢ্য র‌্যালী উপজেলা চত্বর মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম মিলনায়তন সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম মিলনায়তনে সুষ্ঠু ও উৎসব মূখর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থেকে দুর্নীতি বিরোধী দিবস স্মরণে বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ও উদ্বোধকের বক্তব্য রাখেন-সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি নাংলা ইউপি নবনির্বাচিত সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা উপস্থিত সকলের উদ্দেশ্যে দুর্নীতি বিরোধী দিবস স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক হাজী আবুল হাসেম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য আবু তাহের ঠিকাদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, এস আই সুমন ও স্কাউটস লিডার মোশারফ হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments