Sunday, October 1, 2023
Homeজামালপুরআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর ধ্রুবতারার ১১দিনব্যপী অনুষ্ঠান শুরু

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর ধ্রুবতারার ১১দিনব্যপী অনুষ্ঠান শুরু

নিজস্ব সংবাদদাতা : মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জামালপুরে ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ১১দিনব্যপী নানা অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিক সৈয়দ আতিকুর রহমান ছানা। সভাপতিত্ব করেন ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক আশরাফুজ্জামান স্বাধীন।
শুক্রবার বিকালে ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় পাল, মতি মিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, অধ্যাপক মাহবুব আলম প্রমুখ। উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া একইদিন আবৃত্তি, সংগীত ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ ফেব্র“য়ারি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। মতিমহলে অনুষ্ঠিত অনুষ্ঠানস্থলে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অসংখ্য আলোকচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সাজসজ্জা এবং ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ ও উপভোগ করেন অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments