নিজস্ব সংবাদদাতা:
জামালপুরের প্রথম মহিলা জেলা প্রশাসক মুর্শেদা জামানকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, জামালপুর জেলা কমিটির পক্ষ হইতে সম্মাননা স্মারক প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামানকে সম্মাননা ও ফুলের শুভেচ্ছা জানান আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন মিলন, জামালপুর জেলা শাখা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি মাওলানা নুরুজ্জামান, সহ সভাপতি মোঃ আসলাম আলী মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক মাহিন উদ্দিন মুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মমিনুর ইসলাম, উপজেলা কমিটির সদস্য রিফাত জাহান অনন্যা ও আখিঁ। এ সময় জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, আপনারা মানুষের অধিকার রক্ষা ও মানব সেবায় কাজ করে যান, আপনাদের সংগঠনের সাথে আমি সবসময় আছি।