Sunday, June 11, 2023
Homeজাতীয়আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ । ২০১১ সালের ২৩ ডিসেম্বরের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, জননেতা আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রাজনৈতিক জীবনে আব্দুর রাজ্জাক তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথম সারির সংগঠক ও নেতা। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

এছাড়া তিনি ১৯৬৬-১৯৬৭ ও ১৯৬৭-১৯৬৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জননেতা আব্দুর রাজ্জাক ১৯৭০ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ১৯৯১, ১৯৯৬ সালের নির্বাচনে ২টি করে আসনে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৯ ও ১৯৮১ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ’৭১-এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলনের অন্যতম পুরোধা।

‘জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন, শরীয়তপুর ফাউন্ডেশন, আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া বনানী কবরস্থানে মিলাদ মাহফিল আয়োজন করেছেন আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ ও আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের ছেলে শরীয়তপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি। সকলকে উপস্থিতি থাকার জন্য অনুরোধ করেছেন শরীয়তপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বাবুল হোসেন জমাদার,মহাসচিব মো. বাচ্চু বেপারী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলু |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments