বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (কারিগরি) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী জোনাইল উচ্চ বিদ্যালয়, পোঃ-জোনাইল, উপজেলা-মাদারগঞ্জ, জেলা-জামালপুর-এ ভোকেশনাল শাখায় শুন্য/সৃষ্ট পদে ফিশ কালচার এন্ড ব্রিডিং ট্রেডে ১জন এবং পোল্টি রিয়ারিং এন্ড ফার্মিং ট্রেডে ১জন মোট-২ জন ল্যাব/শপ এসিসটেন্ট আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা-কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল)/ (ব্যবসায় ব্যবস্থাপনা) ২য় বিভাগ (সমমান সিজিপিএ)। সমগ্র শিক্ষা জীবনে যে কোন একটি ৩য় শ্রেণী/সমমান গ্রহণযোগ্য হবে। তবে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোগেশনাল) দ্বিতীয় বিভাগ (সমমান সিজিপিএ) বিবেচনা করা যাবে এবং একধাপ নীচের গ্রেডে বেতন প্রাপ্য হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে জনতা ব্যাংক লিঃ জোনাইল বাজার শাখা বরাবর ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নাই।
-প্রধান শিক্ষক
মোবা-০১৭১২-০০৫৭৮২