Friday, June 9, 2023
Homeদেশজুড়েজেলার খবরআবারও কক্সবাজার সৈকতে ভেসে আসছে শত শত মরা জেলিফিশ

আবারও কক্সবাজার সৈকতে ভেসে আসছে শত শত মরা জেলিফিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও জোয়ারের সঙ্গে ভেসে আসছে কয়েকশ মরা জেলিফিশ। কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল ও লাবনী পয়েন্টে আটকে পড়ে আছে সামুদ্রিক প্রাণীগুলো। শনিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে সৈকতের শৈবাল পয়েন্টে কয়েকশ মরা জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে।

এসব মাছের মধ্যে কোনোটা আকারে ছোট, কোনোটা বড়। দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তবে এগুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছে না। মৃত্যুর কারণ বের করতে কাজ করছে একাধিক বৈজ্ঞানিক সংস্থা। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত ২ কিলোমিটারের জোয়ারের পানির সঙ্গে অসংখ্য মরা জেলিফিশ ভেসে এসে আটকা পড়েছে। মরা এ জেলিফিশগুলো দেখতে ভিড় করছে উৎসুক পর্যটকরা।  

স্থানীয় জেলেদের কাছে জেলিফিশ সাগরের ‘লোনা’ হিসেবে পরিচিত। গভীর সমুদ্রে জেলেদের জালে এসব জেলিফিশ আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা স্থানীয়দের।

কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বরত বীচ কর্মী মাহবুব আলম বলেন, গত সপ্তাহেও শত শত মরা জেলেফিশ ভেসে এসেছিল। সপ্তাহ পার না হতেই আবারও জেলিফিশ ভেসে আসছে। এই জেলেফিশগুলো সাধারণত হাত দিয়ে ধরলে চুলকাই। পর্যটকরা না বুঝে ছবি তুলতে গিয়ে এসব ভুল করে পরে পুরো শরীর চুলকানো শুরু হয়। 
 
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এটি জেলিফিশ মরার সিজন নয়। হয়ত জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় মরা মাছ সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের ওসি দেলোয়ার বলেন, জেলিফিশ ভেসে আসছে খবর পেয়ে আমাদের টিম কাজ করছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments