Saturday, September 26, 2020
Home খেলাধুলা আবারো শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন

আবারো শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন

আ.জা. স্পোর্টস:

এক সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার থেকে বিসিবির ব্যবস্থাপনায় আবারো শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। এর আগে করোনা সঙ্কট মোকাবেলা করে দেশের কয়েকটি ভেন্যুতে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয় বিসিবি। তবে দলের তিন জন স্টাফের শরীরে করোনার অস্তিত্ব পাওয়ায় সতর্কতা হিসেবে অনুশীলন স্থগিত করা হয়েছিলো। মিরপুরে অনুশীলন বন্ধ থাকলেও দেশের অন্য ছয়টি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন চলমান ছিলো। আগামী অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে বোর্ড চায়, খেলোয়াড়রা যত দ্রুত সম্ভব মাঠে ফিরে আসুক।

মূলত, শ্রীলংকা সফরকে সামনে রেখে ইতোমধ্যে ছোট-ছোট গ্রুপে অনুশীলন শুরু করেছে বিসিবি। সফরের আগ পর্যন্ত চলতে থাকবে বলে জানিয়েছেন, বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘দলের নিখুঁত অনুশীলনের সুযোগ করে দিতে আমরা ধীরে ধীরে গ্রুপের সদস্য সংখ্যা বাড়িয়ে দিবো। ব্যক্তিগত অনুশীলনের সাথে, একত্রে তিনজন খেলোয়াড়ও ঘাম ঝরাচ্ছে।’ আকরাম আরও বলেন, শ্রীলংকা সিরিজের জন্য ২১ সেপ্টেম্বর থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগ পর্যন্ত খেলোয়াড়রা ব্যক্তিগত ও ছোট-ছোট গ্রুপে অনুশীলন চালিয়ে যাবেন। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তবে বাংলাদেশ সরকারের নিয়মানুসারে বাধ্যতামূলক ১৪ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন ডোমিঙ্গো। কোয়ারেন্টাইন পর্ব শেষে দলের কন্ডিশনিং ক্যাম্পের দায়িত্ব নিবেন ডোমিঙ্গো।

এদিকে, ফ্লাইট জটিলতার কারণে সঠিক সময়ে আসতে না পারলেও, এখন ঢাকায় অবস্থান করছেন বোলিং কোচ ওটিস গিবসন। সোমবার পৌঁছানোর সূচি থাকলেও, একদিন দেরিতে ঢাকায় আসেন তিনি। শ্রীলংকার উদ্দেশ্যে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। শ্রীলংকায় পৌঁছানোর পর মূল অনুশীলন কার্যক্রম শুরু করবে টাইগাররা। সেখানে হাই পারফরমেন্স (এইচপি) দলের সাথে কিছু অনুশীলন ম্যাচও খেলবে জাতীয় দল। স্বাগতিক এইচপি দলের সাথে সিরিজ খেলতে লংকা সফরে যাচ্ছে বাংলাদেশের এইচপি দল। বাংলাদেশ-শ্রীলংকার তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে বিসিবি ভাষ্য অনুযায়ী, ২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরু হবে। প্রথম দু’টেস্টে ভেন্যু হবে ক্যান্ডি। আর তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু হবে কলম্বো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

নিজের খেলায় চমকে গেছেন ডি ভিলিয়ার্স নিজেই

আ.জা. স্পোর্টস: এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ঝড় ওঠা তো ক্রিকেটের সবচেয়ে নিয়মিত দৃশ্যগুলোর একটি। কিন্তু ৮ মাসের বিরতি...

ইতিহাসের পাতায় আফ্রিদি

আ.জা. স্পোর্টস: ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টি-২০তে বল হাতে দুর্দান্ত এক স্পেল করলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। মিডলসেক্সের...

মাত্র ১০ দিনে করোনা জয় করলেন ১০৬ বছরের বৃদ্ধা

আ.জা. আন্তর্জাতিক: মহামারি করোনাভাইরাসকে হারিয়ে মাত্র ১০ দিনে সুস্থ হয়ে উঠেছেন ভারতের মহারাষ্ট্রের ১০৬ বছরের বৃদ্ধা। রোববার সুস্থ...

নিজের সব সম্পদ দান করে দিলেন এই ধনকুবের

আ.জা. আন্তর্জাতিক: স্বপ্ন পূরণ করলেন এক ধনকুবের। নিজের অর্জিত সম্পদ দান করাই ছিল তার বহুদিনের স্বপ্ন। কয়েকশ' কোটি...

Recent Comments