Thursday, September 28, 2023
Homeজামালপুরআমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে; সেই জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার হতে হবে-নজরুল...

আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে; সেই জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার হতে হবে-নজরুল ইসলাম খান

ওসমান হারুনী : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সেই জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার হতে হবে এবং সেই সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যদি নির্দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে আমরা তাদের প্রতিনিধিত্ব করবো কিন্ত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।
আগামী দিনের লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াই সবাইকে পাশে থাকতে হবে।
তিনি আরো বলেন, নেতাকর্মীদের জেলে পাঠিয়ে কোন প্রতিযোগিতা হয়না, লড়াই হতে হবে সমানে সমানে।
তিনি শনিবার বিকালে জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো ও ১০ দফা দাবীতে ইউনিয়ন পদযাত্রা শেষে কুলকান্দি বাজারের সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন।
কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় জেলা বিএনপির সহ-সভাপতি ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু ও সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুর রহমান শহীদসহ অনেকেই বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments