মেলান্দহে ওলামা দলের সমাবেশ অনুষ্ঠিত

মেলান্দহ সংবাদদাতা ; বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মেলান্দহ উপজেলা ও পৌর শাখা’ কর্তৃক আয়োজিত ওলামা সমাবেশ ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর শনিবার বেলা ১১টার দিকে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সন্মেলনর শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা ওলামা দলের আহবায়ক গোলাম রব্বানী। উক্ত ওলামা সমাবেশে সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাকির হোসেন। মেলান্দহে উপজেলা ওলামা দলের সাধারণত সম্পাদক মাওলানা আসাদুজ্জামান। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মেলান্দহ- মাদারগঞ্জের জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ পেয়েছি। জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম লিখিয়েছেন। সৌদি আরবে জিয়াউর রহমান গাছ লাগিয়েছেন যেটাকে জিয়া উদ্দাদ বলে। শেখ হাসিনা সরকার দীর্ঘ ১৬ বছর বিএনপিসহ ভিন্ন মতের মানুষকে গুম, খুন,হত্যা, হামলা, মামলা চালিয়ে শৈরাশাসন ও ফ্যাসিবাদী তৈরি করেছিলো। গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলা দিয়ে বিনা বিচারে ১০ বছর কারাদণ্ড দিয়েছিলেন। তাই তিনি শেখ হাসিনা কে ভারত থেকে ফেরত এনে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা ওলামা দলের সদস্য সচিব আব্দুর রহিম রাশেদী। বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির তালুকদার শ্যামল, যুগ্ম আহবায়ক আলহাজ্ব রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, উপজেলা বিএনপির নেতা দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ আকন্দ, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য যুবনেতা মুন্জুরুল কবীর মুন্জু, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তৈয়বুর রহমান মাষ্টার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিব হাসান রনি প্রমুখনেতৃবৃন্দ।