Thursday, April 25, 2024
Homeবিনোদনআমার মতো মারপিট বলিউডের কোনো নায়িকা করেনি : ক্যাটরিনা

আমার মতো মারপিট বলিউডের কোনো নায়িকা করেনি : ক্যাটরিনা

ইতিমধ্যে সালমান খানের নতুন ছবি টাইগার ৩ -এর অ্যাকশন দৃশ্যে ক্যাটরিনাকে দেখে হইচই পড়ে যায় বলিপাড়ায়। মারপিটের দৃশ্যে ক্যাটরিনার ফিটনেস দেখে হতবাক অন্যান্য অভিনেত্রীরা। 

বলিউডের দাবাং খান সালমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাটরিনা যেভাবে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন, তা নিয়ে প্রশংসা করেছেন সালমানও নিজেও। এবার ‘টাইগার ৩’-এর স্টান্ট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, ‘টাইগার ৩ ছবিতে জোয়া চরিত্রটি আগের দুটি ছবি থেকে আরও বেশি অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। তাই ছবি শ্যুটিংয়ের দুমাস আগে থেকেই ট্রেনিং দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। 

তিনি বলেন, এটা বলতে পারি, এই ছবিতে আমার অ্যাকশন দৃশ্যগুলো একেবারে নতুন কায়দার। কোনো অভিনেত্রী এর আগে এমন দৃশ্যে অভিনয় করেননি। জোয়া আমার কাছে খুব স্পেশাল একটা চরিত্র।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সালমান ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দিওয়ালিতে।

Most Popular

Recent Comments